লাভ লোন

আজকে AIUB Job Fair এ অনেকটা ঘোরাঘুরির উদ্দেশ্যেই গেলাম। জব পাওয়া বা সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। যাই হোক, স্টলগুলোর মধ্যে বেশ কয়েকটা ব্যাংকেরও স্টল ছিল।

ব্যাংকগুলোর ব্যানারে বিভিন্ন ধরনের লোন এর বিজ্ঞাপন ছিল।

  • কিডস কেয়ার লোন
  • এডুকেশন লোন
  • বিদেশে লেখাপড়ার জন্য লোন
  • গাড়ি কেনার জন্য লোন
  • ছোট, বড়, মাঝারি বিভিন্ন ধরনের ব্যবাসা শুরু করার লোন
  • বিয়ে করার জন্য লোন
  • জায়গা-জমি কেনার জন্য লোন
  • বাড়ি করার জন্য লোন
  • কেনাকাটা করার জন্য লোন
  • চিকিৎসা করানোর জন্য লোন

বিজ্ঞাপনগুলো আগেও দেখেছি। কিন্তু এবার দেখার পরে একটা জিনিস মনে হল, ব্যাংকগুলো মোটামুটি শিশুকাল থেকে বার্ধক্য পর্যন্ত সবকিছুই cover করে ফেলেছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তারা মিস করে গিয়েছে।
এইটার জন্যেও তারা যদি লোন দেয়া শুরু করে তাহলে তাদের লাভ অনেক বাড়বে নিশ্চিত। কারণ লোনের নামের ভিতরেই লাভ। সেটি হচ্ছে, “লাভ লোন”। I mean “Love Loan”.

বর্তমান সময়ে, গার্লফ্রেন্ড চালানো করা, বউ চালানোর চেয়েও অনেক সময়ে বেশী অর্থনৈতিকভাবে বেশী চ্যালেঞ্জিং। আবার, গার্লফ্রেন্ডের চাহিদা মেটাতে না পারলে অনেক ক্ষেত্রে সম্পর্ক হুমকির মুখে পড়ে যায়। তার উপরে গারলফ্রেন্ডকে নিয়ে KFC, BFC, Bashundhara, Cineplex, Nandoos ইত্যাদি ইত্যাদি জায়গায় না গেলে তো মানসম্মানই থাকলো না। তার উপরে গার্লফ্রেন্ড্রের পোষা কুকুরের জন্মদিনের গিফট থেকে শুরু করে বিভিন্ন অকেশনাল গিফট তো আছেই।

এত খরচ একজন বেকার যুবক কোথা হইতে পাইবে? বাবার টাকা আর কতই বা মারা যায়? এই যুবকটিও তো মানুষ নাকি? এই প্রেমিক যুবকটির জন্য সমাজ কি কিছুই করিতে পারে না?

তাই আমি ব্যাংকগুলোর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি, আপনারা অতি শীঘ্র লাভ লোন চালু করুন। মোবাইল কোম্পানিগুলো আপনাদের inspiration হতে পারে। তারা বুঝতে পেরেছিল, এ যুগের প্রেমিক-প্রেমিকারা কতটা একজন আরেকজনকে কেয়ার করে। তারা এইসব যুগলদের জন্য বিশেষ বিশেষ প্যাকেজ দেয়া শুরু করল। আপনারাও এই লোন চালু করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের লাভের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। সামান্য ক’টা টাকার জন্য একটি সম্পর্ক ভেঙে যাবে? এ হতে পারে না। এই “লাভ লোন” পারে এরকম শত শত লাভকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিতে…

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ টাকা-পয়সা যেকোনো সম্পর্কের জন্য ক্ষতিকর। যে আপনার টাকা দেখে আসবে, সে আপনার চেয়ে বেশী টাকা দেখলে চলে যাবে…

2012

This year was tremendous for me. It was a successful year for me. I have also broken down some of my barrier. I’m sharing here some of these here. But at first I want to thank God for giving me such a wonderful year.

Varsity life:

I started my university life on 15th January. I’ve passed a wonderful year there maintaining a good CGPA. Got some new friends there. Yesterday I got my 3rd semester result and it is 4 out of four. So, I’m finishing the year with CGPA 3.87.

Professional life:

Officially I started my professional life in this year on March. My first project was a php project for an e-commerce website. I was hired through oDesk. It was a great experience. Followed by I was hired by an US company as an executive assistant and Drupal developer. Besides this I’m working as an Web developer in a local company. I’ve completed a government project with them. Then I started working with an Italian company as a cakephp developer. I’m still working with them. In the meantime I got some good job offer. But unfortunately I decided not to accept those offers to continue my personal learning.

Foundation life:

Many of you may know that I am a member of Quantum Foundation. Personally I’m not happy with my involvement this year. I should have given a bit more time there. But I’m happy to continue my regular meditation. This year I didn’t miss meditation for a day. Also I’m happy to continue my regular prayer. I got certification in Public Speaking this year from Quantum Foundation.

Misc. Facts of this Year:

  • I bought HP pavilion dv7 Notebook which cost 85,000 Tk. 60% of the money paid by myself and rest of the money from my family.
  • Bought Sony Xperia Ray with my own earning.
  • A year without playing computer game !!!! 😮 How I did this. OMG. I’ve just noticed it.
  • Launched my website officially with domain name http://tahsinrahit.com
  • Learned and learning : Android Developing, CakePHP, advanced C++, advanced PHP, advanced JAVA
  • Created a 2D cricket game using C++ all alone. It was a great experience. Enjoyed working on this.
  • And guys guess what… I started blogging this year. 😉

These are the things that come to my mind now about 2012. Wishing a very happy new year to all of you. See you next year. Good bye 2012…